বরিশালে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে আগামীকাল রবিবার। ৫টি স্তরে যাচাই-বাছাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ইকবাল হোসাইন।
তিনি জানান, বরিশাল জেলায় কনস্টেবল পদে ৪৮ জন নিয়োগ দেয়া হবে। এর মধ্যে পুরুষ ৪১ জন এবং নারী কনস্টেবল নিয়োগ দেয়া হবে ৭ জন।
বরিশাল জেলায় পুলিশ কনস্টেবল পদে আবেদনকারীদের প্রাথমিক কাগজপত্র এবং তথ্য যাচাই করে সংশ্লিষ্টদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্ষুদে বার্তা পাঠানো হয়েছে। রবিবার নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিন প্রার্থীদের শারীরিক পরিমাপ ও যোগ্যতা এবং যাবতীয় কাগজপত্র যাচাই করা হবে। এছাড়া প্রথম দিন প্রাথমিক মেডিকেল পরীক্ষা করা হবে। এতে উত্তীর্ণদের দ্বিতীয় দিন আগামী সোমবার দৌড়, পুশআপ এবং লং ও হাইজাম্প করানো হবে। দ্বিতীয় দিনে উত্তীর্ণদের তৃতীয় দিন মঙ্গলবার দৌড়, ড্রাগিং এবং রুফ ল্যান্ডিং করানো হবে। তৃতীয় দিন সফলভাবে উত্তীর্ণ হলে তাদের চতুর্থ দিন ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র দেয়া হবে। বুধবার পরীক্ষা শেষে কোডিং করে উত্তরপত্র পাঠানো হবে পুলিশ সদরদপ্তরে। সেখান থেকে ৩ দিন পর উত্তরপত্র মূল্যায়নের ফল প্রকাশ হবে। এতে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরা চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত হবে। প্রথম সিরিয়ালের ৪৭ জন নিয়োগ পাবেন। অন্যরা থাকবেন অপেক্ষমান তালিকায়।
এ লক্ষ্যে বরিশাল জেলা পুলিশ লাইনে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন