কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সোমবার সকালে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রচারপত্র বিতরণ করা হয়। নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, আরডিএ মার্কেট, সোনাদীঘি মোড়, সমবায় মার্কেট সংলগ্ন রাস্তায় প্রচারপত্র বিলি করা হয়।
প্রচারপত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ। লাগাতার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণমানুষের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে আগামী কয়েকদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম