বরিশালে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর বরিশাল ক্লাব হল রুমের এই টিকাদান শুরু হয়। তাদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। সকালে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এ সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ জানান. আসন্ন এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের টিকার আওতায় আনার লক্ষ্যে বরিশালে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৫ নভেম্বরের মধ্যে বরিশাল জেলার মোট ২৪ হাজার ৪শত ৩ জন পরীক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/এএ