জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ১০ দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। আগামী ৫ জানুয়ারি হচ্ছে ১৫তম জাতীয় পিঠা উৎসব।
উৎসবের পৃষ্ঠপোষকতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রাজধানী ঢাকা ছাড়াও আরও চারটি বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে এবারের পিঠা উৎসব।
সোমবার দুপুর ১২টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এই উৎসবের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ। সেই সংবাদ সম্মেলনে সাংবাদিক উপস্থিত ছিলেন মাত্র একজন। আয়োজনে বাংলানিউজ ছাড়া অন্য কোনো গণমাধ্যমের প্রতিনিধি দেখা যায়নি।
সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চদশ জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব খন্দকার শাহ আলম। সভাপতিত্ব করেন বিশিষ্ট নাট্যজন দেবপ্রসাদ দেবনাথ। এ সময় উৎসব উদযাপন পরিষদের অন্যান্য সদস্য এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পদস্থরা উপস্থিত ছিলেন।
প্রশ্নের জবাবে উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব খন্দকার শাহ আলম বলেন, গণমাধ্যমকে আমন্ত্রণ জানানোর দায়িত্বটা বাংলাদেশ শিল্পকলা একাডেমি পালন করে। এবার আসলে কোনো কারণে আমাদের একটা গ্যাপ হয়েছে। তবে এর আগের মিটিংয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিজে ছিলেন এবং আরও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি দুঃখিত যে, পরবর্তীতে আমারও জনসংযোগ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়ে ওঠেনি। আমি সর্বশেষ গতকাল রাত ৮টার দিকে একটি খসড়া তৈরি করে যে কয়েকজনের কাছে পাঠানো সম্ভব, তা পাঠিয়েছি। আর ভেবেছিলাম যে, শিল্পকলা একাডেমি হয়তো পাঠাবে। এরপর আসলে সেই সময়ে সুযোগটা ছিল না যোগাযোগ করার।
এ বিষয়ে শিল্পকলা একাডেমির জনসংযোগ বিভাগ জানায়, সংবাদ সম্মেলনের অল্প কিছুক্ষণ আগেই তারা জানতে পেরেছেন বিষয়টি। উৎসব উদযাপন পরিষদের প্রচার কমিটিরও একটি দায়িত্ব আছে। তারাও এ বিষয়ে কোনো যোগাযোগ করেনি। এখানে তো পরিষদের একটি দায়িত্ব আছে। আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা অবশ্যয় করতাম। এই জায়গাটিতে একটি সমন্বয়হীনতা আমার কাছে মনে হয়েছে।
পঞ্চদশ এই উৎসবে পৌষের কনকনে শীতে পিঠার পসরা সাজিয়ে বসবেন দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা শিল্পীরা। উৎসবে ৫০টিরও অধিক স্টলে বিভিন্ন অঞ্চলের অনন্য প্রতিভাধর শিল্পীরা তৈরি করবেন শত রকমের পিঠা। আগামী ৫ জানুয়ারি বিকেলে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় মঞ্চসারথি আতাউর রহমান, নাট্যজন রামেন্দু মজুমদার, নৃত্যগুরু আমানুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, ম হামিদসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। আয়োজনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন