শিরোনাম
- চ্যাম্পিয়নস লিগে বার্সা-ইন্টারের রোমাঞ্চকর ড্র
- জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- শ্রমিকের অধিকার প্রতিষ্ঠাই হবে মে দিবসের অঙ্গীকার : শিমুল বিশ্বাস
- লিবিয়া থেকে কাল দেশে ফিরছেন ১৭৭ বাংলাদেশি
- চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
আরএমপিতে এবার ৬৬৬ কনস্টেবলের রদবদল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২ থানায় এবার পুলিশ কনস্টেবলদের রদবদল করা হয়েছে। সম্প্রতি নগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক নগরীর সবগগুলো থানার উপ-পরিদর্শক, সহকারী উপ-পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাদের অভ্যন্তরীণ বদলি করেন। পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ রাজশাহী সফর করে যাওয়ার পর ৬৬৬ জন কনস্টেবলের বদলি আদেশে সই করেন। কনস্টেবলদের নতুন থানা কিংবা ফাঁড়িতে যোগ দেওয়ার জন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
জানা যায়, গত ২০ ডিসেম্বর আরএমপির বিভিন্ন থানা ও ফাঁড়িতে কর্মরত ২১৮ জন উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই), শহর উপপরিদর্শক (টিএসআই) এবং সহকারী শহর উপপরিদর্শককে (এটিএসআই) বদলি করা হয়। তাদের মধ্যে ১০৫ জন এসআই, ১১০ জন এএসআই, একজন টিএসআই এবং দুইজন এটিএসআই ছিলেন।
আরএমপির এক থানা থেকে অন্য থানা কিংবা ফাঁড়িতে তাদের রদবদল করা হয়। একইভাবে পুলিশ কনস্টেবলদেরও এক থানা থেকে অন্য থানা কিংবা ফাঁড়িতে রদবদল করা হয়েছে। মধ্য শহরের থানা কিংবা ফাঁড়িতে যারা ছিলেন, তাদের শহরতলিতে পাঠানো হয়েছে। আবার শহরতলির থানাগুলো থেকে কনস্টেবলদের আনা হয়েছে মধ্য শহরে। নতুন কর্মস্থলে পুরোনো সহকর্মীদের যেন কেউ একই থানা কিংবা ফাঁড়িতে না পান, সেটিও নিশ্চিত করা হয়েছে। এর আগে আরএমপিতে এভাবে কখনও পুলিশ সদস্যদের বদলি করা হয়নি।
সূত্র জানায়, অনেক পুলিশ সদস্য একই থানায় বছরের পর বছর ধরে ছিলেন। নানা বিতর্কেও জড়াচ্ছিলেন তারা। তাই আরএমপিকে নতুন করে সাজাতে কমিশনারের এমন উদ্যোগ। প্রথম দফায় ২১৮ জনকে বদলির বিষয়টি পুলিশ সদর দফতর ইতিবাচক হিসেবে দেখেছে। ফলে কনস্টেবলদেরও একযোগে বদলি করা হলো।
এ বিষয়ে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, কেউ কেউ একই থানায় পাঁচ বছর থেকে ১৩ বছর পর্যন্ত ছিলেন। এখন যারা কম গুরুত্বপূর্ণ থানাগুলোতে ছিলেন, তারাও তো ভালো থানায় আসতে চান। সে কারণে এই রদবদল করা হয়েছে। এতে পুলিশের কার্যক্রমে আরও গতি ফিরবে। নতুন জায়গায় নতুন উদ্যমে পুলিশ সদস্যরা কাজ করবেন। সে কারণেই এই বদলি।
আরএমপি কমিশনার আরও বলেন, যাদের বদলি করা হয়েছে তারা তো দীর্ঘ সময় ধরেই এক জায়গায় ছিলেন। এখানে তাদের পরিবারও আছে। সবকিছু নিয়ে নতুন জায়গায় যাওয়ার জন্য আগামী ১৫ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সবাই নতুন জায়গায় যাবেন।
বিডি প্রতিদিন/এএম
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

‘মৎস্য ও প্রাণিসম্পদকে কৃষিখাত থেকে আলাদা করে সুবিধাবঞ্চিত করা হয়েছে’
১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

'উৎকৃষ্ট গণতন্ত্রের সমাজভূমি নির্মিত হলেই শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পাবে'
৭ ঘণ্টা আগে | জাতীয়