জাহিদ বুলেট (২২), মো. সুজন (৩০), মো. কাদের ওরফে সানি (৩০) ও সাইফুল ইসলাম প্রামাণিক (২৬) নামের চার ছিনতাইকারীকে গত রবিবার রাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। যাঁদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এই চক্রের সদস্যরা দিনের বেলায় শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরে ঘুরে গাঁজা বিক্রি করত। আর রাত হলেই পকেটে চাকু আর মুখে ব্লেড নিয়ে নামেন ছিনতাইয়ে। মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট ও শাহবাগ থানার পাশে শিশুপার্কের সামনে পথচারী ও রিকশা আরোহীরা ছিলেন ছিনতাইকারী চক্রের লক্ষ্যবস্তু।
র্যাব-৩–এর অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, রাত ১০টার পর এবং সকালে রাস্তা ফাঁকা থাকে। এই দুই সময়ে তাঁরা ছিনতাই করেন। তিনি বলেন, এই চক্রের সদস্যরা সোহরাওয়ার্দী উদ্যানে থাকেন। সেখানে গাঁজা বিক্রি করেন। আর রাত ও সকালে উদ্যানের দেয়াল টপকে বাইরে এসে ছিনতাই করেন তাঁরা।
দীর্ঘদিন ধরে শাহবাগ এলাকায় ছিনতাই করছে তিনটি গ্রুপ। প্রতিটি গ্রুপে রয়েছে দুই থেকে চারজন সদস্য। যারা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। জামিনে বেরিয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছে তারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন