ভুয়া এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও বিভিন্ন শিক্ষা বোর্ডর জাল সার্টিফিকেট তৈরি এবং জালিয়াতি চক্রের মূলহোতা গোলাম মোস্তফাসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার রাজধানীর মালিবাগ, বাসাবো, শাহজাহানপুর ও কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র্যাব-৩।
অভিযানে বিপুল ভুয়াএনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং জাল নথিপত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি মিয়ানমারের বেশ কিছু বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) এক শ্রেণির অসাধু চক্রের মাধ্যমে ভুয়া এনআইডি কার্ড পায়। এছাড়া কয়েকজন জঙ্গি সদস্য আত্মগোপনে থেকে নিজেরে নাম পরিচয় পরিবর্তন করে এনআইডি কার্ড নেয়। সেই কার্ড ব্যবহার করে তারা পাসপোর্ট তৈরি করে বিভিন্ন দেশে যাওয়ারও চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে এই জালিয়াত চক্রকে গ্রেফতার করেছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃতরা ৫-৭ জনের একটি চক্র। তারা গত ৮-১০ বছর ধরে ভুয়া এনআইডি কার্ড, ভুয়া ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট ও অন্যান্য জাল নথিপত্র তৈরি করে আসছে। গ্রেফতারকৃত মোস্তফা এই চক্রের মূলহোতা বাকিরা তার সহযোগী।
চক্রটির কাজের বিবরণ তুলে ধরে তিনি বলেন, এই চক্রের সদস্যরা বিভিন্ন নির্বাচন অফিস ও বিআরটিএ অফিসের সামনে অবস্থান করে গ্রাহকদের টার্গেট করতো। পরবর্তী সময়ে তাদের দ্রুততম সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির নিশ্চয়তা দিয়ে প্রতারণা করতো। বিশ্বাস যোগ্যতা অর্জনে তারা হুবহু জাল প্রাপ্তি স্বীকারপত্র ও মানি রিসিট বিআরটিএ ও বিভিন্ন ব্যাংকসহ ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে গ্রাহককে প্রদান করতো। একইভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপেও চটকদার বিজ্ঞাপন পোস্ট করতো। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত