রাজশাহী নগরীর নিউমার্কেট গেটের সামনে ফুটপাতে দোকান বসানোর জায়গা দখলকে কেন্দ্র করে তাঁতী লীগের নেতাকর্মীদের ছুরিকাঘাতে রিয়াজুল ইসলাম (২৩) নামে এক যুবক খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে। সোমাবার গভীর রাতে নিহত রিয়াজুলের বাবা মধু মিয়া বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন। ওই ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে নয়জনকে আসামি করা হয়েছে।
আসামীরা হলেন, নগরীর বোয়ালিয়া থানার ষষ্ঠিতলা এলাকার সাঈদ শেখের ছেলে রানা শেখ (৩০) ও রনি শেখ (২৬), রতনের ছেলে নাঈম (২৬), গৌরহাঙ্গা এলাকার আনুর ছেলে রিমন (২৪) ও দড়িখরবনা এলাকার হাসুর ছেলে নাঈম (৩৫)। ঘটনার রাতেই নাইম নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন আরএমপি মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।
এদিকে রিয়াজুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে নিউমার্কেটের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে ময়না তদন্ত শেষে রিয়াজুলের মরদেহ নিউমার্কেটের সামনে নিয়ে আসা হয়। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন। এরপর সড়ক অবরোধ করে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল