রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে তিনজন বীর মুক্তিযোদ্ধাকে এ সম্মাননা প্রদান করা হয়।
রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান। অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোছাদ্দেক হোসেন বাবলু।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রংপুর মহানগরীর কাছনা তকেয়াপারের বীরঙ্গনা মনছুরা বেগম, রংপুরের পীরগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন, রংপুরের কাউনিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল ইসলাম মোল্লাকে চেম্বারের পক্ষ থেকে উত্তরীয় পরিধান, ক্রেস্ট ও উপঢৌকন প্রদানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে তরুণ প্রজন্মের নিকট মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার লক্ষ্যে সম্মাননা প্রাপ্ত তিনজন মুক্তিযোদ্ধার ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর চেম্বারের পরিচালক মো. মোতাহার হোসেন মণ্ডল মওলা, রংপুর চেম্বারের সাধারণ সদস্য ও রংপুর কারমাইকেল কলেজের সাবেক ভিপি মো. আলাউদ্দিন মিয়া, মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুক্তা খাতুন, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিসা ফারজানা।
বিডি প্রতিদিন/এমআই