গাজীপুরে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত ও অপর একজন আহত হয়েছে। আনুমানিক ১৯ বছর বয়সী ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানার ওসি মহিদুর ইসলাম জানান, গাজীপুর মহানগরীর মীরের বাজার হতে দু’কিশোর মোটরসাইল যোগে বেপরোয়া গতিতে টঙ্গী যাচ্ছিল। পথে রাত সাড়ে ৭টার দিকে দ্রুতগতির ওই মোটরসাইলটি করমতলা রাবেয়া ফিলিং স্টেশনের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইলের দু’আরোহী আহত হন। গুরুতর আহত মোটরসাইকেল চালক ওই কিশোরকে উদ্ধার করে পাশ্ববর্তী টঙ্গী শিলমুন এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৮টার দিকে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পৌছে নিহতের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ