বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৩ সার্ভেয়ারকে মারধরের মামলায় অভিযুক্ত হামলাকারী খালিদ মাসুদকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ গত মঙ্গলবার বিকেলে এই নির্দেশ দেন। অভিযুক্ত খালিদ মাসুদ নগরীর আলেকান্দা মেডিকেল কলেজ লেন এলাকার বাসিন্দা।
আদালত সূত্র জানায়, গত ২১ মার্চ নগরীর ১২ নম্বর ওয়ার্ড মেডিকেল কলেজ লেনের আ. জলিল আকনের নির্মাণাধীন ভবনের অননুমোদিত বর্ধিত ঝুঁকিপূর্ণ চিহ্নিত করতে যায় বিসিসি’র সার্ভেয়ার কাওছার হোসেন, আইয়ুব হোসেন ও মাসুম বিল্লাহ। ভবন মালিকের ছেলে খালিদ মাসুদ সার্ভেয়ারদের দেখে ক্ষিপ্ত হয় এবং তাদের অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায়ে কাওছার হোসেন, আইয়ুব হোসেন ও মাসুম বিল্লাহকে বেদম মারধর করে মাসুদ। পরে তাদের ওই ভবনে আটকে রাখা হয়। খবর পেয়ে সিটি করপোরেশনের কর্মকর্তারা তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করে। একই সাথে হামলাকারী মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে তারা।
এ ঘটনায় ওই দিনই বিসিসি’র নগর পরিকল্পনাবিদ ও সম্পত্তি কর্মকর্তা সানজিদ হোসেন বাদী হয়ে হামলকারী খালিদ মাসুদ ও তার বাবা আ. জলিল আকনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মাসুদকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এদিকে ওই হামলার পর থেকে মাসুদের বাবা আ. জলিল পলাতক রয়েছে বলে জানিয়েছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল