রংপুরে নকল জিপসাম সার তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ওই কারখানার ২০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। সেই সাথে ওই কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন জানান, গতকাল মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নগরীর আনসারী মোড় এলাকায় ‘ভাবনা চক পাউডার মিল’ সার কারখানায় অভিযান পরিচালনা করে।
এ সময় সার উৎপাদনে ফর্মুলা অনুসরণ না করা, পরিবেশ ছাড়পত্র না থাকা, পণ্য উৎপাদনে ব্যবহৃত উপাদানের অনুমোদন না থাকাসহ নানা ক্রুটির কারণে কারখানার ২০ লাখ টাকার মালামাল জব্দ করা হয়।
পরে কারখানার পরিচালক নগরীর নুরপুর এলাকার আবেদ আলীর ছেলে জিল্লুর রহমানকে (৪০) ১৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তার মোসলেমা খাতুনসহ পুলিশ সদস্যরা।
বিডি প্রতিদিন/আবু জাফর