ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ, খাদ্যের নিশ্চয়তা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার শ্লোগান নিয়ে বরিশালে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের ৩ দিনব্যাপী কেন্দ্রীয় প্লেনাম (সম্মেলন) উদ্বোধন হয়েছে। বুধবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রিয় সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক আবদুস সাত্তার ও রণজিৎ চট্টোপাধ্যায়।
এছাড়া শামীম ইমাম, নজরুল ইসলাম, জলিলুর রহমান ও রিপেন্দ্র নাথা বাড়ৈসহ স্থানীয় নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আগামী শুক্রবার ৩দিনব্যাপী সম্মেলন শেষ হবে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা দেশ ও জনগনের ভয়াবহ সংকট থেকে মুক্তির জন্য আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের উচ্ছেদ এবং জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ