দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় পার্টি। সংগঠনের মহানগর কমিটির ব্যানারে বুধবার বেলা ১২ টায় নগরীর সদর রোডের বিবির পুকুরের পশ্চিম পাড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর জাতীয় পার্টির আহবায়ক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সদস্য সচিব ইকবাল হোসেন তাপস, রফিকুল ইসলাম গফুর, আক্তার রহমান শপ্রু ও রুস্তুম আলী খানসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে জনগনের মাঝে নাভিশ্বাস উঠেছে। সামগ্রিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে। বক্তারা অবিলম্বে দব্যমূল্য নিয়ন্ত্রন এবং না হয় ক্ষমতা ছেড়ে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/এএ