১১ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। সংগঠনের আঞ্চলিক শাখার উদ্যোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনবী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আঞ্চলিক শাখা সভাপতি অধ্যক্ষ পরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন একই শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, বরিশাল জেলা শাখা সভাপতি শহীদুল ইসলাম এবং সাবেক শিক্ষক নেতা দাশ গুপ্ত আশষি কুমার সহ অন্যান্যরা।
বক্তারা মুজিব বর্ষেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, ঈদের আগে এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, পূর্ণাঙ্গ পেনশন প্রথা চালু এবং স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্ত করাসহ তাদের ১১ দফা দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ