বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় ৩টি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের চক্ষু সেবা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
এ সময় জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ন্যাশনাল আই কেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের আয়োজনে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় চক্ষু সেবা ক্যাম্প চলমান রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই