নারায়ণগঞ্জের সস্তাপুর এলাকার জেলা কারাগারের পাশে একটি জুট গোডাউনে আগুন লেগেছে। আগুন ছড়িয়ে পড়েছে পাশের ৪ তলা ভবনেও। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা চেষ্টা করে যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৫ টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পাশাপাশি স্থানীয়রাও এগিয়ে এসেছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ