নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার কুমিল্লা নগরীর ধর্মসাগর পাড় দলীয় কার্যালয়ে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপিৱ উদ্যোগে প্রতীকী অনশন করা হয়।
এছাড়া অনশনে দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান ছুটি, কোতয়ালি বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু ও জেলা মহিলা দলের সভাপতি সাকিনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা