স্ত্রীকে হত্যার পর দীর্ঘ ২২ বছর আত্মগোপনে থাকা আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেফতার করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) ও দিনাজপুর জেলা পুলিশের যৌথ দল।
আজ বৃহস্পতিবার এটিইউ'র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার আনোয়ার হোসেন দিনাজপুরের ফুলবাড়ী থানার হত্যা মামলার আসামি। ২০০০ সালে সে তার দ্বিতীয় স্ত্রী আলতাফুন ওরফে আলতা বেগমকে খুন করে পালিয়ে যায়। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
জানা গেছে, হত্যার দায়ে আনোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে নাম-পরিচয় গোপন করে সে দিব্যি কাটিয়ে দিয়েছে বছরের পর বছর। হত্যা মামলার পাঁচ বছর পর ২০০৫ সালে তার যাবজ্জীবন সাজা হয়। তবে সে সে ছিল পলাতক। দণ্ড মাথায় নিয়েই সে খিলক্ষেত এলাকায় নাম-পরিচয় গোপন করে একটি কাঠ চেরাইয়ের প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক