রাজধানীর রূপনগর বেড়িবাঁধে দুইটি ট্রাক ও একটি পিকআপ গাড়ির ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন জন আহত হয়েছেন।
নিহতরা হলেন, রফিক (২৫) ও বাদল (৪৫)। আহতরা হলেন, ফয়সাল (১৯), সেলিম (২৬), রিপন (২৫), আলম (৪৫)।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রুপনগর বিরুলিয়া বেড়িবাঁধ দুইটি ট্রাক ও একটি পিকআপ গাড়ির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের উপরে থাকা চার শ্রমিক ও এক ট্রাক ড্রাইভার আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে বাদল (৪৫) ও রফিক (২৫) মারা যায়।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ওভারটেক করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন