রাজধানীতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারুক মিয়া (৫৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত ফারুক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিলেন।
গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মহসিন হাবিব।
তিনি জানান, ফারুক ব্যক্তি দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মী ছিল। সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সংলগ্ন রাস্তা ঝাড়ুর দেওয়ার সময় একটি বাস ফারুক মিয়াকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হয় সে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
তিনি বলেন, ঘটনার পরপরই স্থানীয় লোকজন বাসটি জব্দ করে। কিন্তু চালক পালিয়ে যায়। মরদেহ ময়নাতন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক