শিরোনাম
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
চালকের জামিন না হওয়ায় সড়ক অবরোধ, ধর্মঘট ডেকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
রাজশাহীতে কারাগারে থাকা বাসচালক আবদুর রহিমের জামিন না হওয়ায় সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার বেলা ১১টায় আদালত ওই বাসচালকের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর দুপুর ১২টার দিকে রাজশাহী ও রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা মহাসড়কে ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আশ্বাসে দুপুর দেড়টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেন পরিবহন শ্রমিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসে থাকা ১৮ জনের ১৭ জনই পুড়ে মারা যান। এ ঘটনায় ওই বাসের চালক আবদুর রহিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর কয়েক দফায় তার জামিন আবেদন চাওয়া হয়। সর্বশেষ গত ২৪ মার্চ আদালত ওই বাসচালকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিনই ২৭ মার্চ থেকে বিভাগের রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। পরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের আশ্বাসে ২৬ মার্চ ধর্মঘট স্থগিত করা হয়। তবে সেদিন পরিবহন নেতারা হুমকি দিয়েছিলেন ২৯ মার্চ জামিন না হলে তারা কঠোর ধর্মঘট পালন করবেন।
মাহতাব হোসেন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে আদালত চালকের জামিন নামঞ্জুর করায় দুপুরে তারা রাজশাহী ও রংপুর বিভাগে একযোগে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন। তবে মেয়র খায়রুজ্জামান লিটনের আশ্বাসে তারা ধর্মঘট তুলে নিয়েছেন। প্রশাসনের তদন্ত প্রতিবেদনে অনেক আগেই উঠে এসেছে, বাঁশ বোঝাই ভ্যান এবং মাইক্রোবাসের বেপরোয়া গতির কারণে কাটাখালীতে ওই দুর্ঘটনা ঘটেছিল। এরপরও এক বছর ধরে চালককে কারাগারে রাখা হয়েছে।
এর আগে গত ১৫ মার্চ চালকের জামিনের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরদিন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিলের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর