শিরোনাম
- পিএসএলে যোগ দিলেন সাকিব
- বিশেষ চিপ নিয়ে আসছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’
- ওয়েস্ট ইন্ডিজের নতুন টেস্ট অধিনায়ক রোস্টন চেজ
- ১০ লাখ গাজাবাসীকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা আমেরিকার
- শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদ্ণ্ড
- আইপিএল: মুস্তাফিজকে দলে নিয়েও বড় বিপদে দিল্লি
- পাকিস্তানকে কেবল ট্রেলার দেখানো হয়েছে, রাজনাথের হুঁশিয়ারি
- ১৯ বছর পর আবারও একসঙ্গে শাহরুখ-রানি!
- ১০০০ করে বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
- আরও তীব্র ইসরায়েলি বর্বরতা, গাজায় একদিনে নিহত ১১৫
- ভারতের নতুন অধিনায়ক গিল?
- আজ খোলা থাকবে সরকারি অফিস
- যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে নিহত অন্তত ৪
- ভারত নদীতে বাঁধ দিয়ে আধিপত্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায় : সাকি
- আওয়ামী লীগ নিষিদ্ধে জনগণের সমর্থন ছিল : প্রেস সচিব
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৭ মে)
- মুক্তিযুদ্ধ শেষ হয়নি, শেষ হওয়ারও নয়
- যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন খুনের আসামিসহ ১১ বন্দি
- চাঁদপুরে পুলিশের চুরি যাওয়া অস্ত্র উদ্ধার, আটক ২
- টেকনাফে স্কুলছাত্রী অপহরণ মামলার দুই আসামি গ্রেফতার
চালকের জামিন না হওয়ায় সড়ক অবরোধ, ধর্মঘট ডেকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

রাজশাহীতে কারাগারে থাকা বাসচালক আবদুর রহিমের জামিন না হওয়ায় সড়ক অবরোধ করে প্রতিবাদ করেছেন পরিবহন শ্রমিকরা।
মঙ্গলবার বেলা ১১টায় আদালত ওই বাসচালকের জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর দুপুর ১২টার দিকে রাজশাহী ও রংপুর বিভাগে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা মহাসড়কে ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আশ্বাসে দুপুর দেড়টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেন পরিবহন শ্রমিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে একটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহতের ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসে থাকা ১৮ জনের ১৭ জনই পুড়ে মারা যান। এ ঘটনায় ওই বাসের চালক আবদুর রহিমকে গ্রেফতার করে পুলিশ। এরপর কয়েক দফায় তার জামিন আবেদন চাওয়া হয়। সর্বশেষ গত ২৪ মার্চ আদালত ওই বাসচালকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই দিনই ২৭ মার্চ থেকে বিভাগের রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। পরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের আশ্বাসে ২৬ মার্চ ধর্মঘট স্থগিত করা হয়। তবে সেদিন পরিবহন নেতারা হুমকি দিয়েছিলেন ২৯ মার্চ জামিন না হলে তারা কঠোর ধর্মঘট পালন করবেন।
মাহতাব হোসেন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে আদালত চালকের জামিন নামঞ্জুর করায় দুপুরে তারা রাজশাহী ও রংপুর বিভাগে একযোগে পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছিলেন। তবে মেয়র খায়রুজ্জামান লিটনের আশ্বাসে তারা ধর্মঘট তুলে নিয়েছেন। প্রশাসনের তদন্ত প্রতিবেদনে অনেক আগেই উঠে এসেছে, বাঁশ বোঝাই ভ্যান এবং মাইক্রোবাসের বেপরোয়া গতির কারণে কাটাখালীতে ওই দুর্ঘটনা ঘটেছিল। এরপরও এক বছর ধরে চালককে কারাগারে রাখা হয়েছে।
এর আগে গত ১৫ মার্চ চালকের জামিনের দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির উদ্যোগে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরদিন শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিলের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর