বৈধ পথে দক্ষ হয়ে বিদেশে গিয়ে কর্মসংস্থানের মাধ্যমে অর্জিত রেমিটেন্স বাংলাদেশের সামগ্রিক উন্নতিতে ব্যাপক অবদান রাখছে। এ ক্ষেত্রে বিদেশে যারা কর্মসংস্থানে নিয়োজিত তাদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করা প্রয়োজন।
বুধবার সকালে গাজীপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন, রিক্রুটিং এজেন্ট লাইসেন্স, আচরণ ও শ্রেণীবিভাগ বিধিমালা বিষয়ে এক সচেতনতামূলক সভায় এ অভিমত ব্যক্ত করেন বক্তারা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এবং গাজীপুর জেলা প্রশাসনের বাস্তবায়নে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. কামরুজামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুস সালাম, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এম এ বারী ও গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রীনা পারভীন প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর