রাজশাহী জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে শিশু বিকাশ কেন্দ্রের ২২০ জন শিশু পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার। বুধবার সকালে রাজশাহীতে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন জেলা প্রশাসক আবদুল জলিল।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালিয়া লেডিস ক্লাবের সহ-সভাপতি তাহমিনা রহমান শিশির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা, জেলা শিশু কর্মকর্তা মো. মনজুর কাদের।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ