বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম মাঝি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। অপর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় তিনি নির্বাচিত হচ্ছেন।
এর আগে আজ বুধবার আওয়ামী লীগ বিদ্রোহী আবুল কালাম সরদার এবং স্বতন্ত্র প্রার্থী শাকিল মাহমুদ বাচ্চু গত সোমবার মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মাদ আব্দুর রশিদ শেখ জানান, ৩ প্রতিদ্বন্দ্বির মধ্যে দুইজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। আগামী ১৫ জুনের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম মাঝি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
আগামী ২৭ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হবে তাকে।
বিডি প্রতিদিন/আবু জাফর