৬ জুলাই, ২০২২ ১৫:০৫

বরিশালে দুই ফার্মেসিকে জরিমানা, ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে দুই ফার্মেসিকে জরিমানা, ওষুধ জব্দ

মেয়াদোত্তীর্ণ এবং ডাক্তারদের দেয়া বিনামূল্যের স্যাম্পল ওষধু বিক্রির দায়ে বরিশাল নগরীর দুটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ সময় দুই ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ও বিনামূল্যের স্যাম্পল ওষধু জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ্ সোয়াইব মিয়ার নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালিত হয়। 

সোয়াইব মিয়া জানান, ওই দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ ছিলো। তার প্রেক্ষিতে অভিযান চালিয়ে ওই দুটি ফার্মেসি থেকে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ এবং ডাক্তারদের প্রদর্শনের জন্য দেয়া স্যাম্পল (নমুনা) ওষুধ জব্দ করা হয়। 

মেয়াদোত্তীর্ণ এবং ডাক্তারদের দেয়া বিনামূল্যের স্যাম্পল ওষধু বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শন করায় ওই দুটি ফার্মেসি থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর