শিরোনাম
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
বন্ধ স্থলপোর্টগুলো শিগগিরই খুলে দেওয়া হবে : ভারতীয় হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা স্থলপোর্টগুলো শিগগিরই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে কিছু স্থলপোর্ট বন্ধ আছে। রবিবার বিকালে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, কোভিড পরিস্থিতির কারণে দীর্ঘসময় বেশকিছু স্থলপোর্ট বন্ধ আছে। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ কিছু পোর্ট খুলে দেওয়া হয়েছে। ভারতীয় দিকের কিছু পুলিশি ও এজেন্সির সমস্যা থাকায় আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আশা করছি শিগগিরই পুনরায় স্থলপোর্টগুলো খুলে যাবে। ভারতীয় অংশের মহদীপুর, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ, গেদে, দর্শনা, বুড়িমারী ও চ্যাংড়াবান্ধার মতো সীমান্তগুলো খুলে দেওয়া হবে।
এর আগে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও ভারতীয় হাইকমিশনার দুই অঞ্চলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বৈঠক করেন। পরে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের নৌপথটি সচল করে ভারত থেকে মালামাল রাজশাহী থেকে আরিচা হয়ে ঢাকায় নেওয়া যায় কি না, সে বিষয়ে আলোচনা করেছি। রাজশাহী থেকে বাস সার্ভিস কোলকাতা পর্যন্ত নেওয়া যায় কি না, সেটা আলোচনা করেছি। রাজশাহী থেকে ট্রেন সার্ভিস কোলকাতা পর্যন্ত আমাদের রোগীদের জন্য নেওয়া ব্যাপারে প্রয়োজনীয়তার কথা বলেছি। তিনি সবগুলোতে সম্মত হয়েছেন এবং তার সরকারকে অবহিত করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মেয়র আরও বলেন, রাজশাহী যেহেতু সীমান্ত এলাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া এসব এলাকায় যারা বসবাস করে, তারা যাতে অপরাধমূলক কাজে জড়িত না হয়ে পারস্পরিক সৌহার্দপূর্ণ সম্পর্ক নিয়ে এগিয়ে যান। মাদক বা অন্য কোনো কাজে লিপ্ত না থাকেন সে বিষয়েও কথা বলেছি।
এ সময় রাজশাহীস্থ ভারতীয় হাইকমিশন ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর
এই বিভাগের আরও খবর