রাজধানীর দক্ষিণ কমলাপুরে বস্তি ঘর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আ. রহমান (৭০) বলে জানা গেছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে '৯৯৯' এর মাধ্যমে খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিণ কমলাপুর রুপালি ক্লাব সংলগ্ন বস্তির একটি টিনশেড ঘরে একাই থাকতেন ওই বৃদ্ধ। এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন।
তিনি আরও জানান, সকালে আশপাশের ঘরের লোকজন তাকে অচেতন অবস্থায় ঘরের ভেতর পড়ে থাকতে দেখে ট্রিপল নাইনের মাধ্যমে থানায় খবর দেন। মরদেহের নাখ-মুখে রক্ত লেগেছিল। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ