সাভারে সামিয়া রহমান (২১) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী সাদমান সাকিব হৃদয়কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
নিহত ওই গৃহবধূর মামা আশিকুর রহমান বলেন, রাতে পারিবারিক কলহের জের ধরে সাভারের ব্যাংক কলোনী এলাকায় সামিয়া রহমানকে ওড়না পেঁচিয়ে হত্যা করে লাশ ঘরে ঝুলিয়ে রাখে তার স্বামী সাদমান সাকিব হৃদয়। পরে প্রতিবেশীরা সামিয়াকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী হৃদয়কে আটক করেছে পুলিশ। কীভাবে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ