৪ অক্টোবর, ২০২২ ২০:২০

জাতীয় গ্রিডে বিপর্যয় : ডিজেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে ভিড়

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গ্রিডে বিপর্যয় : ডিজেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে ভিড়

সংগৃহীত ছবি

বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রভাব পড়েছে রাজধানীতে। দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় ভিড় বেড়েছে ফিলিং স্টেশনগুলোতে। ডিজেলের জন্য বিকাল থেকে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকরা ভিড় করছেন।

রাজধানীর বাড্ডা এলাকার একটি ফিলিং স্টেশনে আসা মাহমুদ জানান, বিদ্যুৎ না থাকায় জেনারেটরের জন্য তেল কিতে এসেছেন তিনি। এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন লাইনে। এখনও কিনতে পারেননি।

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, ড্রামসহ বিভিন্ন ধরনের পাত্র নিয়ে দীর্ঘ লাইনে ডিজেলের জন্য অপেক্ষা করছেন গ্রাহকরা।

জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে মঙ্গলবার দুপর ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর