রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল চোরচক্রের মূলহোতাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় এক হাজার চোরাই মোবাইল, ৪৮টি ট্যাব ও ১ হাজার ১৭০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার র্যাব-৩ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
গ্রেফতাররা হলেন- মো. আলম (৩২), মো. ওয়ারিশ মিয়া (৩৮), মো. মামুন (৩২), মো. ইমরান (২৪), মো. আবু হানিফ হাওলাদার (৩২), মো. সাইদুর রহমান (৪০), মো. রতন উল্লা (৩০), মো. বাপ্পি (২৪), আব্দুল রাজ্জাক (৬০), মো. মিজান (৪৭) ও মো. সজিব কাজী (৩২)।
র্যাব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী এবং সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব-৩। অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে প্রায় এক হাজার চোরাই মোবাইল, ৪৮টি ট্যাব ও ১ হাজার ১৭০টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন