ছাত্রলীগের হামলায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ময়মনসিংহের পাগলা থানা ছাত্রদল নেতা মাইনুল হাসান মার্জিনের অবস্থা আশঙ্কাজনক। তার হাত পায়ের অনেক রগ কেটে গেছে। সমস্ত শরীর রাম দা ও চাপাতির কুপে ক্ষত-বিক্ষত হয়ে গেছে।
জানা গেছে, ময়মনসিংহ দক্ষিণ জেলাধীন পাগলা থানার উস্থি ইউনিয়ন ছাত্রদল নেতা মাইনুল হাসান মার্জিনের উপর উস্থি ইউনিয়ন ছাত্রলীগের রাসেল, রক্সি, যুবলীগের মাসুদ , ফেরদৌস, মহসিনের নেতৃত্বে গত বুধবার দুপুর ১২টায় অতর্কিত বর্বরোচিত হামলা চালিয়ে গুরতর আহত করে। বর্তমানে সে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
ময়মনসিংহ-১০ আসনে বিগত নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া বিএনপি নেতা আক্তারুজ্জামান বাচ্চু বলেন, ছাত্রলীগ, যুবলীগের অত্যাচারে অতিষ্ঠ গফরগাঁও-পাগলার জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শীঘ্রই জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব সন্ত্রাসীদের প্রতিরোধ করা হবে।
ছাত্রদল নেতা মাইনুল হাসান মার্জিনের উপর এহেন ন্যক্কারজনক ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাচ্চু।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন