বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ বিলুপ্ত করতে হবে। নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। যে নির্বাচনের মধ্য দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণকে সুন্দরভাবে বাঁচার অধিকার দেবে। সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের মৌলিক ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে। সরকার বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দলগুলোকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে রবিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের হোটেল সেডেনার হলরুমে বিভাগীয় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার ক্যাপ্টেন (অব.) শাহজাহান ওমর বীর উত্তম এবং অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
সভায় দলের কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রিয় সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, মেজবাউদ্দিন ফরহাদ ও আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির, দক্ষিন জেলা বিএনপির আহবায়ক মুজিবুর রহমান নান্টু ও উত্তর জেলা বিএনপি’র আহবায়ক দেওয়ান মো. শহীদুল্লাহ সহ বিভাগের ৬ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ