পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে আশেকিনে আউলিয়া পরিষদের আয়োজিত জশনে জুলুস ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সেমিনার হয়।
সেমিনারের বক্তারা মুসলমানদের প্রতি দুনিয়া ও আখিরাতে সর্বকালের সর্বসেরা মানুষ, নবী ও রাসূল মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর আদর্শ সামগ্রীক জীবনে প্রতিষ্ঠা এবং নবীজীর আশেক ও প্রেমিক হওয়ার আহ্বান জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ আশিক্বীনে আউলিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুরেশ্বর দরবার শরীফের পীর সাইয়্যেদ শাহ সূফী বেলাল নূরী আল্ সুরেশ্বরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর এম শমসের আলী। আরো বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মো. আবু বকর সিদ্দিক, ওয়ার্ল্ডওয়াইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডক্টর এমদাদুল হক প্রমুখ।
সুরেশ্বর দ্বায়রা শরীফের সাজ্জাদানশীন সাইয়্যেদ শাহ্ সূফী মুক্তাদির আল নূরী আল সুরেশ্বরীর সভা সঞ্চালনা করেন।
আলোচনা সভা শেষে সুরেশ্বর দরবার শরীফের পীর সাইয়্যেদ শাহ সূফী বেলাল নূরী আল্ সুরেশ্বরীর নেতৃত্বে জাতীয় প্রেসক্লাব চত্বর থেকে একটি বিশাল জশনে জুলুস (র্যালি) বের হয়। জশনে জুলুস গোলাপশাহ মাজার, বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শহীদ মিনার হয়ে একটি গাড়ির বহর নিয়ে সুরেশ্বর দরবার শরীফে গিয়ে শেষ হয়। দরবার শরীফে পৌঁছে মিলাদ, ক্বিয়াম, মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে ঈদে মিলাদুন্নবী (সা.) এর অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ