দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচি চলাকালে গুলিতে ৫ নেতা নিহত হওয়ার প্রতিবাদে এবং তাদের স্মরনে বরিশালে শোকর্যালি করেছে বিএনপি। জেলা দক্ষিণ ও উত্তর বিএনপির ব্যানারে সোমবার বিকেলে নগরীর সদর রোড থেকে এই পৃথক শোক র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালী দুটি সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার ও লাইন রোড হয়ে ফের দলীয় কার্যালয় চত্তরে গিয়ে শেষ হয়। পৃথক র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয় চত্তরে জড়ো হয়। বিএনপির কর্মসূচি উপলক্ষ্যে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/এএ