রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাসে চার হাজার ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার চার মাদক কারবারিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
তারা হলেন মো. আলমগীর হোসেন, রিদুয়ান ইসলাম, ফেরদৌস মানিক ও মো. মাহিবুর রহমান ওরফে শুভ।
শুক্রবার তাদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৬০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের উত্তরা জোনাল টিম। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি বাস জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়।
বিডি প্রতিদিন/এএ