ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলন আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার ঢাবির মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এ ছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, আগামী ৮ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ও ৯ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ