শিরোনাম
৬ ডিসেম্বর, ২০২২ ১৯:০৫

কুমিল্লা আওয়ামী লীগের সম্মেলন সমাবেশে রূপ নেয়ার প্রত্যাশা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লা আওয়ামী লীগের সম্মেলন সমাবেশে রূপ নেয়ার প্রত্যাশা

আগামী ৮ ডিসেম্বর কুমিল্লার বাগমারা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলন সমাবেশে রূপ নিতে পারে বলে জানান আয়োজকরা। 

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক জানান, মঞ্চসহ অন্যান্য কাজ শেষ পর্যায়ে। অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি মানুষ হবে। সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধান অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। 

এদিকে সম্মেলনে আগের কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের পদ অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।

দলীয় সূত্র বলছে, ওইদিনের সম্মেলন শুধু সম্মেলন হিসেবে থাকছে না। সম্মেলনকে সমাবেশে রূপ দিতে কাজ করছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিন ৫০ হাজার নেতাকর্মী জড়ো করার টার্গেট তাদের। ২দিন পর ঢাকায় বিএনপির সমাবেশ। সে নিরিখে এ সম্মেলনটির গুরুত্ব রয়েছে। 

সূত্র জানায়, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। এবারও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে। 

দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবদুছ ছালাম বেগ বলেন, সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। বিএনপির গণসমাবেশের আগ মুহূর্তে আমাদের সম্মেলন। তাই কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৮ তারিখের সম্মেলন গুরুত্ববহ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার জানান, সম্মেলন সফল করতে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগের সভাপতি-সাধারণ সম্পাদক স্বপদে বহাল থাকবেন, এমন দাবি তৃণমূলের নেতা-কর্মীদের। 

উল্লেখ্য, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আরও চারজনকে অন্তর্ভুক্ত করায় কমিটির সদস্য সংখ্যা দাঁড়ায় ৭৫। এর মধ্যে ১১ জন মারা গেছেন, একজন অব্যাহতি নিয়েছেন, ১২ জন বিদেশে অসুস্থ ও নিষ্ক্রিয় আছেন। 

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর