বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে সাইকেল র্যালি করেছে রংপুর জেলা ছাত্রলীগ। শনিবার দুপুরে সাইকেল র্যালি জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে এসে আবার জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে প্রায় ৪ শতাধিক শতাধিক নেতাকর্মী সাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, মেট্রোরেল একটি পরিবেশ বান্ধব যান। তাই আমরা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে এই সাইকেল র্যালির আয়োজন করেছি। আমরা প্রত্যাশা করি আগামী ২০৪০ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট দেশে পরিণত হবে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/হিমেল