রাজধানীর মিরপুরের রূপনগরের একটি বাড়িতে নিজ ঘরে মোছা. মায়া (৪২) নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নিহত মায়া মিরপুর-৬ নম্বর সেকশনের তিন নম্বর সড়কের একটি বাড়ির দোতলায় মেয়েকে নিয়ে থাকতেন। তার স্বামী প্রবাসী। সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এর ফলে তার মৃত্যু হয়। তবে ওই বাড়িতে থাকা ভাড়াটিয়ারা এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি।
বিডি-প্রতিদিন/শফিক