প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ-এর নেতৃবৃন্দ বলেছেন, আগামীতে শক্তিশালী নির্বাচনকালীন সরকারের অধীনে ভোটগ্রহণ সময়ের দাবি।
আজ জাতীয় প্রেসক্লাবের সামনে সাতদফা আদায়ে অনুষ্ঠিত মানববন্ধন থেকে একথা বলেন বক্তারা। সংগঠনের মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, আলোচনায় অংশ নেন সিনিয়র কো-চেয়ারম্যান সালাম মাহমুদ, মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মিডিয়া উইং চিফ মো. আশরাফ হোসেন।
শেখ মোস্তাফিজুর রহমান বলেন, গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার রক্ষায় দেশের রাজনীতিতে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা প্রতিটি নাগরিকের মৌলিক দায়িত্ব। গণতন্ত্রে বিরোধী দল একটি শক্তিশালী অংশ। বিরোধী দল ব্যতিরেকে গণতন্ত্র অর্থহীন। এজন্য বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক চর্চায় অবাধ স্বাধীনতা বিরাজ করায় বিদেশের রাষ্ট্রগুলি বাংলাদেশকে মডেল হিসাবে গণ্য করছে। এ সুনাম ও সুখ্যাতি বজায় রাখতে অবশ্যই আসন্ন জাতীয় নির্বাচন একটি শক্তিশালী নির্বাচনকালীন সরকারের মাধ্যমে করা সময়ের দাবি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন