বৃহত্তর যশোর জেলা সমিতির ১০১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি এবং ২৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।
শনিবার ঢাকার নীলক্ষেতে বৃহত্তর যশোর জেলা সমিতির ভবনের মাগুরা জেলা সমিতির কনফারেন্স রুমে সদস্যদের সম্মতিতে এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে মির্জা সাইফুর রহমানকে সভাপতি, শাহিনুর ইসলামকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মন্জুরুল আলম মিজানকে মনোনীত করা হয়েছে।
২৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন- মাগুরা জেলা সমিতি, মাগুরা সদর উপজেলা সমিতি, মুহাম্মদপুর উপজেলা সমিতি, শালিখা উপজেলা সমিতি ও শ্রীপুর উপজেলা সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও মাগুরার ঢাকায় অবস্থানরত প্রথিতযশা বেশ কিছু বরেণ্য ব্যক্তিবর্গ।
তবে তাদের মধ্যে উল্লেখযোগ্য যাদের সরাসরি সহযোগিতায় ” ঢাবুএমা” গঠন করা হয়েছে তারা হলেন মাগুরা জেলা সমিতির সাধারণ সম্পাদক শরীফ আজিজুল হাসান মোহন, খান জাকির হোসেন দারা, নাসিরুল ইসলাম নাসির, মোস্তাফিজুর রহমান, নজর ই জিলানী, লে. কর্নেল মুহাম্মাদ আলী প্রমুখ।
অন্যদিকে, আগামী ৩ মার্চ ধামরাই এ নূরজী গার্ডেনে একটি বনভোজন বা মিলনমেলার আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত