রংপুর জেলার ৮ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে মিলনমেলা হয়েছে। সোমবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। উপস্থিত ছিলেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক পৌরসভার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এডব্লিউএম রায়হান শাহ। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা পরিষদের সহযোগিতায় এ মিলনমেলায় রংপুরের ৮ শতাধিক বীর মুক্তিযোদ্ধা অংশ নেন। এ সময় তাদের হতে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।
বিডি প্রতিদিন/হিমেল