নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দু’টি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় হৃদয় ইসলাম ও নুর হোসেনের মালিকানাধীন দু’টি তুলার কারখানা পুড়ে যায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানা দু’টিতে প্রচুর পরিমাণে তুলা ছিল। এর ফলে আগুন সহজেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ফায়ার স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, বিকেলের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তুলার কারখানায় থাকা দু’টি মেশিনের ঘর্ষণের ফলে সৃষ্ট স্পার্ক থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।
তিনি আরও বলেন, এ ঘটনায় ৬ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আনার ফলে ১৫ লাখ টাকা মূল্যের তুলা আগুন থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি।
বিডি-প্রতিদিন/বাজিত