গ্রাম থেকে ভাড়া বাড়িতে ফেরার সময় সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সোহেল মিয়া (২৬) নামে এক রং মিস্ত্রি খুন হয়েছেন। শুক্রবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড রাজালাখ ফার্ম এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোহেল মিয়া রংপুর জেলার বদরগঞ্জ থানার সাকুয়া পাড়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। বর্তমানে সাভারের মজিদপুরে পরিবারসহ বসবাস করতেন ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পুলিশ নিহতের স্ত্রীর বরাত দিয়ে জানান, স্ত্রী মুন্নী খাতুন ও শিশু সন্তান নিয়ে সোহেল মিয়া গ্রামের বাড়ি রংপুর থেকে বাসে ভোর রাতে এসে সাভার বাজার বাসস্ট্যান্ডে রাজালাখ ফার্মের সামনে নামেন। এসময় আগে থেকে সেখানে থাকা একদল ছিনতাইকারী তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সোহেল বাধা দেন। পরে ছিনতাইকারীরা তাকে এলোপাতারী ভাবে ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
সাভারের মজিদপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, “সকালে সড়কের পাশে এক ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ কল করেন। সোহেল রানাকে বুকে ও পেটে ৩টি ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানান ওসি। তিনি বলেন, “লাশের পাশে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ঊদ্ধার ও আসামি ধরতে বিভিন্ন এলাকার অভিযান চলছে। তবে টাকা ও মালামাল পাওয়া যায়নি।
নিহতের স্ত্রী মুন্নী খাতুন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভোরে স্বামী ও সন্তান নিয়ে রংপুর থেকে সাভারে এসে বাস থেকে নামি। এরপর ছিনতাইকারী আমার উপর হামলা করে আমার ব্যাগ ছিনতাই করে পালানো সময় আমার স্বামী বাধা দিলে ছিনতাইকারীরা আমার চোখের সামনে ৩টি ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) রাশিদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ছিনতাইকারীদের আটকের জন্য থানার একাধিক দল কাজ করছে বলেও জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল