গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় দুই বাসের সংঘর্ষে বাসের ৬ যাত্রী আহত হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস উত্তরবঙ্গে যাচ্ছিল। যাওয়ার পথে বাসটি কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় পৌঁছালে যাত্রী উঠানোর জন্য হঠাৎ থামিয়ে দেয়।
এসময়ে তার পেছনে থাকা বগুড়া-নওগাগামী ভিআইপি ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এসআর পরিবহনের বাসের পেছনে ধাক্কা দেয়। এতে ভিআইপি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায় এবং গাড়ির কিছু অংশ ভেঙে গেছে। এতে বাসের গ্লাসের আঘাতে অন্তত ৬ জন যাত্রী আহত হয়েছে। তারা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, পেছন দিক থেকে ধাক্কা দেওয়া বাসটি আটক করা হয়েছে। এতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে গ্লাসের আঘাতে ৫-৬ জন আহত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই