রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল থেকে তাসলিমা নামের অটোরিকশা ছিনতাইচক্রের এক নারী সদস্যকে আটক করা হয়েছে।
ওই নারীকে আটক করেন হাসপাতালের কর্মরত আনসার বাহিনীর সদস্যরা। আটকের পর হাসপাতালে থাকা পুলিশ সদস্যের সহযোগিতায় তাকে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় পাঠানো হয়।
এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) মাহফুজ আহমেদ সময় সংবাদকে বলেন, রংপুর মেডিকেলে আটক নারীকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ