জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে খুলনায় ওয়েস্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (১৭ মার্চ) খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম। পরে তিনি ওজোপাডিকো হাই স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিশুদের নিয়ে কেক কাটেন। এসময় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন ওজোপাডিকোর নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ, নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আখেরুল ইসলাম, প্রধান প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী (এনার্জি, সিস্টেম কন্ট্রোল ও সার্ভিসেস) মো. আবু হাসান, উপ-মহাব্যবস্থাপক (এইচআর এন্ড এডমিন) মো. আলমগীর কবীর, কোম্পানি সচিব মোহাম্মদ নাজমুল হুদা ও ওজোপাডিকোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে ঢাকায় বিদ্যুৎ ভবনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণলয়ের বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) ও ওজোপাডিকো’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নূরুল আলম। এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের উপসচিব (পরিকল্পনা-৪ অধিশাখা) ও ওজোপাডিকো’র পরিচালনা পর্ষদে পরিচালক মাকসুদা খন্দকার, ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক (পরিচালন) মো. শামছুল আলম, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) এ এন এম মোস্তাফিজুর রহমান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ