বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে গাজীপুরে ইনস্টিটিউটের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খামার ব্যবস্থাপনা বিভাগের প্রধান এবং মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান। সভায় আরও বক্তব্য রাখেন ব্রির বিজ্ঞানী সমিতির সভাপতি ড. আমিনা খাতুন। সভা পরিচালনা করেন সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন) কাওছার আহমদ। র্যালি শেষে প্রধান অতিথি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টান্ন (পায়েস) বিতরণ করা হয়।
এরপর জাতীয় শিশু দিবস উপলক্ষে বি আর আর আই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সঙ্গে জাতির পিতার জন্মদিনের কেক কাটেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।
এছাড়াও দিবসটি উপলক্ষে ব্রির হেফজখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও মিষ্টি বিতরণ করা হয়। ব্রির প্রধান গেইট এবং অফিসভবন সমূহে দুই দিনব্যাপী (১৬-১৭ মার্চ) আলোকসজ্জা করা হয়। এসব কর্মসূচিতে বিভাগীয় ও শাখা প্রধানগণ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক এবং বিআরআরআই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই