১৪ এপ্রিল, ২০২৩ ২১:১৬

রাজধানীতে গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

রাজধানীতে গলায় গামছা প্যাঁচানো মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর মুগদা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

আজ শুক্রবার দুপুরে খবর পেয়ে মুগদা থানার গ্রিন মডেল টাউনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ‘দুপুরে আমরা খবর পেয়ে মুগদা থানার গ্রিন মডেল টাউন এলাকায় যাই। সেখানে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করি। মরদেহের গলায় গামছা প্যাঁচানো ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছি। কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে, এ ব্যাপারে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 


 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর